Posts

Showing posts from December, 2025

৬ দেশে নিষিদ্ধ ‘ধুরন্ধর’, নেপথ্যে কী

Image
  মুক্তির পর থেকেই আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে ঝড় তুলেছে, বিশ্বব্যাপী আয় পেরিয়ে গেছে ৩০০ কোটি রুপি। ছবিটি নিয়ে তৈরি হয়েছে বিতর্কও। তবে দুনিয়ার নানা প্রান্তে মুক্তি পেলেও, ছয়টি দেশ ‘ধুরন্ধর’–এর প্রদর্শনী নিষিদ্ধ করেছে। মধ্যপ্রাচ্যে ছয়টি দেশ—বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ‘ধুরন্ধর’ মুক্তি পায়নি। অভিযোগ, ছবিটিতে পাকিস্তানের বিরুদ্ধে বার্তা থাকার কারণে এই দেশগুলোর কর্তৃপক্ষ অনুমোদন দেয়নি। তবে কেন মুক্তি পায়নি, তা নিয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি দেশগুলো। সিনেমার প্রযোজনা সংস্থার একটি সূত্র জানায়, তাঁরা মধ্যপ্রাচ্যে সিনেমাটি মুক্তির জন্য জোর চেষ্টা করেছেন। কারণ, এই অঞ্চলে প্রচুর প্রবাসী ভারতীয় থাকেন। মধ্যপ্রাচ্য হিন্দি সিনেমার বড় বাজার। কিন্তু অনেকভাবে মুক্তির চেষ্টা করা হলেও কোনো দেশই ছাড় দেয়নি। এর ফলে ‘ধুরন্ধর’–এর মুক্তি ওই অঞ্চলে সম্ভব হয়নি। তবে এবারই প্রথম নয়, এর আগে ‘ফাইটার’, ‘স্কাই ফোর্স’, ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘আর্টিকেল ৩৭০’, ‘টাইগার ৩’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাগুলোও শুরুতে মধ্যপ্রাচ্যে মুক্তি পায়নি। পরে কয়েকটি দেশ নিষেধাজ্ঞা প্রত...

এই পেশায় রাতারাতি কিছু পাওয়া যায় না

  দক্ষিণ ভারতের প্রায় সব ভাষায় কাজ করা অভিনেত্রী প্রিয়ামণি এখন বলিউডেও পরিচিত মুখ। ‘জওয়ান’, ‘আর্টিকেল ৩৭০’-এর পর অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ তাঁকে এনে দিয়েছে সর্বভারতীয় জনপ্রিয়তা। রাজ-ডিকে পরিচালিত সিরিজটির তৃতীয় মৌসুম দিয়ে আবারও আলোচনায় তিনি। সম্প্রতি এক আড্ডায় কাজ আর শিল্পীজীবনের নানা দিক নিয়ে কথা বলেন অভিনেত্রী। মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেলে এই আড্ডায় প্রথম আলোর প্রতিনিধির সঙ্গে ছিলেন আরও দুজন সাংবাদিক। দক্ষিণি ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডে নিজের জায়গা এখন বেশ পোক্ত প্রিয়ামণির। সে সূত্রেই মুম্বাই এখন তাঁর কর্মজীবনের নতুন ঠিকানা। শৈশব কেটেছে বেঙ্গালুরুতে। দুই শহর নিয়ে তাঁর অনুভূতি, ‘প্রায় আট বছর ধরে মুম্বাইয়ে আছি। এখন শহরটা আপন মনে হয়। খাবার, আবহাওয়া, মানুষ—সবকিছুতেই অভ্যস্ত হয়ে গেছি। তবে বেঙ্গালুরুর সঙ্গে আমার আলাদা আবেগ জড়িয়ে আছে। ওখানেই আমার বেড়ে ওঠা।’ দক্ষিণি ইন্ডাস্ট্রি ও বলিউডের কাজের ধরন নিয়ে তুলনার প্রসঙ্গে অভিনেত্রীর মন্তব্য, ‘কাজের কাঠামো মোটামুটি একই। তবে সময় ব্যবস্থাপনায় পার্থক্য আছে। দক্ষিণে শৃঙ্খলা অনেক বেশি। আমরা খুব ভোরে কাজ শুরু করি। তামিল...