Sunday, 23 November 2025

বড় জয়ে ঘরে ফেরা উদ্‌যাপন বার্সেলোনার

 

বার্সেলোনা ৪–০ বিলবাও

আড়াই বছর পর ঘরে ফিরল বার্সেলোনা।  ক্যাম্প ন্যুতে সেই প্রত্যাবর্তনও কী রাজকীয়ভাবে হলো বার্সার। অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়ে ঘরে ফেরাটা উদ্‌যাপন করল বার্সেলোনা। আর এই জয়ে অন্তত এক দিনের জন্য হলেও লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠল কাতালান পরাশক্তিরা।

১৩ ম্যাচে ১০টিতে জেতা বার্সার পয়েন্ট ৩১। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৩১। বার্সেলোনা শীর্ষে আছে গোল ব্যবধানে এগিয়ে থাকায়। আগামীকাল রিয়াল এলচের বিপক্ষে হার এড়ালেই আবারও শীর্ষে উঠে যাবে।